দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি।
দোয়ারাবাজার উপজেলায় দোহালিয়া ইউনিয়নের পানাইল পান্ডারখাল মরা সুরমা ছোট বান্দের নিকটে মূতঃ দিলকুশ আলীর ছেলে গ্রীস প্রবাসী ফয়েজ আলীর আরিফা অটো রাইস মেইলে ৩১ মে রাতে ৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে এদিকে পান্ডার গাও ইউনিয়নের মঙ্গলপুর বাজারের সমবায় সমিতির আরো তিনটি ট্রান্সফরমার ঐ রাতে চুরি হয়েছে।
৭টি ট্রান্সফরমার আবাসিক গ্রাহকদের চুরি হওয়াতে এতে ভোগান্তি পোহাতে হয়েছে বিদ্যুতের গ্রাহকদের।
পল্লী বিদ্যুৎ ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলায় গত প্রায় ২ মাসে ১০/১২টি বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়েছে। ট্রান্সফরমারগুলোর বেশির ভাগ চুরি হচ্ছে দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নের কোনো না কোনো গ্রামে বা বাজারে প্রবাসী ফয়াজ আলী দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন গ্রামে গ্রামে আবাসিক গ্রাহকদের যাতে ট্রান্সফরমার চুরি না হয় মাইকিং করা হচ্ছে।