প্রতিনিধি ২ মে ২০২৩ , ৩:৩৫:৩৬ প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জাকির মোল্লা (৪৫) নামে একজন খুন খুন হয়েছে। নিহত জাকির মোল্লা উপজেলার হোগলবাড়িয়া ইউপির সাহাপুর গ্রামের আরব মোল্লার ছেলে।
মঙ্গলবার (২ মে) বেলা ১১ টার দিকে সাহাপুর ও গাইনপাড়া মাঠের মধ্যে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত জাকির মোল্লার সাথে গাইনপাড়া এলাকার আবু মন্ডলের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। আজ (মঙ্গলবার) সকালে গাইনপাড়া এলাকায় জাকির মোল্লা তার আবাদ করা মরিচের ক্ষেতে গেলে আবু মন্ডল ও তার স্বজনরা তার উপর চড়াও হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ধারালো হাসুয়া দিয়ে জাকির কে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। তবে, পুলিশ এ হত্যাকান্ডে জড়িত কাউকে আটক করতে পারেনি।
দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, জমিজমা নিয়ে এ হত্যাকান্ড ঘটেছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। খুব দ্রত জড়িতদের গ্রেফতার করা হবে বলে তিনি জানিয়েছেন।
Design & Developed by BD IT HOST