• Home
  • দুর্ঘটনা
  • নড়াইলে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত আহত ৫
Image

নড়াইলে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত আহত ৫

মো গোলাম কিবরিয়া নড়াইল :

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর এলাকায় আজ মঙ্গলবার ১৬ মে সকালে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে দুর্ঘটনায় এক স্কুল শিক্ষিকা নিহত আহত ৫ জন।
লোহাগড়া লাহুড়িয়া সড়ক এখন যেন মরণফাঁদ প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা । খোঁজ নিয়ে জানা গেছে প্রতিদিন অসংখ্য মাটি বহনকারী টলি ইটভাটায় মাটি ব্যবসায়ীরা ট্রাক্টর দিয়ে মাটি পরিবহনের ফলে রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে।
নিহত স্কুল শিক্ষিকা শিল্পী খানম (৫০)।তিনি তেঁতুল বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন ।

ওই শিক্ষিকার,স্বামী কাজী মহিউদ্দিন লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমীর প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক মহিউদ্দিন প্রতিদিনের ন্যায় সকাল নয়টার দিকে স্ত্রী নিহত শিল্পী খানমকে নিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে রামকান্তপুর এলাকায় মাটি বহনকারী টলির (মাটিকাটা গাড়ি)
ফেলে দেওয়া মাটিতে গতরাতে বৃষ্টিপাত হওয়ার ফলে রাস্তার পিচ্ছিল হওয়ায় মোটরসাইকেল স্লিপ করলে মটর সাইকেলের আরোহী শিক্ষিকা শিল্পী খানম পড়ে যায় ।
ওই মুহূর্তে চলন্ত ইজিবাই এসে শিল্পী কে মাথায় আঘাত করলে মাথা ফেটে গুরুতর আহত হয় সেই সংগে ইজিবাইকে থাকা ৫ শিক্ষার্থী আহত হয়।

আহত শিল্পী খানমকে প্রথমে লোহাগড়া হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
লোহাগড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে তার মৃত্যু হয়। তিনি শালনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান লাবু মিয়ার একমাত্র বোন।
তার ৩টি পুত্র সন্তান রয়েছে ।

এ সময় ইজিবাইক উল্টে চারজন মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী আহত হয়।শিল্পী খানম এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিল্পী খানমের গ্রামের বাড়ি পারশাল নগর এবং শ্বশুর বাড়ি লাহুড়িয়া গ্রামে।

Releated Posts

পত্নীতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু মাহিন নিহত

  মোকছেদুল ইসলাম,জেলা (প্রতিনিধি) নওগাঁ: নওগাঁর পত্নীতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাহিন (১০) নামের এক শিশু নিহত হয়েছে।…

ByByFeroz Ahmedজানু ১১, ২০২৫

সড়ক দূর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত খাটিয়া নিয়ে লাশের অপেক্ষায় স্বজন

  টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাবনদত্ত গ্রামের একই পরিবারের চারজন ঢাকার সাভারে সড়ক দূর্ঘটনায় নিহত।…

ByByFeroz Ahmedজানু ৯, ২০২৫

সরিষাবাড়িতে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে ট্রাক ৫ ঘন্টা বন্ধ ট্রেন চলাচল

জামালপুর প্রতিনিধি জামালপুরের সরিষাবাড়িতে ট্রাকে ট্রেনের ধাক্কায় চারজন আহত হয়েছেন। এ ঘটনার পর ওই লাইনে ৫ ঘণ্টা বন্ধ…

ByByFeroz Ahmedজানু ৮, ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Design & Developed by BD IT HOST