• নড়াইলে ৪ টি বসত বাড়ি আগুনে পুড়ে ছাই

      প্রতিনিধি ৫ জুন ২০২৩ , ৮:৩৫:১০ প্রিন্ট সংস্করণ

    নড়াইল প্রতিনিধিঃ মো গোলাম কিবরিয়া,

    নড়াইল সদর উপজেলার বাশঁগ্রাম ইউনিয়নের চরশালিখা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি বসতঘর পুড়ে অন্তত ৬০থেকে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    সোমবার (৫ জুন) দুপুর ২টায় দিকে চরশালিখা গ্রামের পজু শেখ,মুশা শেখ,সিহাব শেখ,আশরাফ শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, দুপুরে ২টয় ওই বাড়ির রান্না ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে পাশের আশরাফ শেখ,মুশা শেখ,সিহাব শেখের ঘরসহ মোট চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

    এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে লোহাগড়া ফায়ার স্টেশনের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন ২ ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।
    তবে আগুনে ক্ষতিগ্রস্তরা ৬০-৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করলেও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST