জামাল খান জেলা প্রতিনিধি:
ভোলায় তাবলীগ জামাতে যাওয়া ১৫ মুসল্লিকে অজ্ঞান করে টাকা লুটের অভিযোগ উঠেছে। তাদের মধ্যে ১৩ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীরা জানান, ৩১ মে দিনাজপুর, ফরিদপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ১৫ মুসল্লি ভোলা শহরের একটি মসজিদে অবস্থান নেন।
বৃহস্পতিবার (১ জুন) রাতে খাবার খাওয়ার পর সকল মুসল্লিরা ঘুমিয়ে পড়েন।কিন্তু তারা বলেন আমারা খাবার খাওয়ার পরেই অচেতন হয়ে পড়ি। সকালে জ্ঞান ফিরে দেখি আমাদের মুসল্লিদের খরচের জন্য যেই টাকা নিয়ে এসেছি সব নিয়ে গেছে।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে।পুলিশ বলছে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়টি খতিয়ে দেখবো।