দুর্ঘটনা

ভোলা দৌলতখানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে ৪৫ জন যাত্রী আহত, নিহত ১

  প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৩ , ১০:০৩:০৫ প্রিন্ট সংস্করণ

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে উপ-শহর বাংলাবাজারের দক্ষিণ পাশে টেকনিক্যাল কলেজ সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, অন্তত অর্ধশতাধিক যাত্রী নিয়ে ভোলা থেকে (ভোলা-ব ০৫-০০১৮) নাম্বারের বাসটি চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের টেকনিক্যাল কলেজ সংলগ্ন স্থানে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাঁদে পড়ে যায়। এসময় যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাৎক্ষণিক উদ্ধার কাজে নেমে পড়েন। পরে ভোলা সদর-বোরহানউদ্দিন থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয়দের সঙ্গে উদ্ধার কাজে অংশ নেন। এসময় বাসে থাকা অন্তত ৪৫ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় এবং শাজাহান (৬৫) নামের এক ব্যক্তি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে। নিহত শাজাহান ভোলার লালমোহন উপজেলা ধলীগৌর নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কুমারখালী গ্রামের বাসিন্দা।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST