ঢাকাFriday , 17 February 2023

মোল্লাহা‌টে এস,এম হেমা‌য়েত উ‌দ্দিন হা‌ফি‌জিয়া মাদ্রাসা নূরানী ও এ‌তিমখানার উ‌দ্যে‌া‌গে বা‌র্ষিক ওয়াজ মাহফিল

admin
February 17, 2023 1:03 pm
Link Copied!

কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট প্রাত‌নি‌ধি)

বা‌গেরহা‌টের মোল্লাহা‌ট উপ‌জেলা কোদা‌লিয়া ইউ‌নিয়‌নের সাত নং ওয়ার্ড কচু‌ড়িয়া খাঁ বাজার সংলগ্ন নব নি‌র্মিত (স্থা‌পিত ২০২২) শেখ হেমা‌য়েত উদ্দিন হা‌ফি‌জিয়া মাদ্রাসা ও এ‌তিমখানার উদ্যো‌গে ১৬ ফেব্রুয়া‌রি বৃহস্প‌তিবার মাদ্রাসার দোয়া ও মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয় । উক্ত মাহ‌ফি‌লের প্রধান অ‌তি‌থি ছি‌লেল, জনাম মোঃ শ‌াহীনুল আলম ছানা মিয়া ‌উপ‌জেলা চেয়ারম্যান । বি‌শেষ অ‌তি‌থি ‌হিসা‌বে ছি‌লেন—জনাব এস, এম অ‌লিউজ্জামান প্যা‌নেল চেয়ারম্যান -১,জেলা প‌রিষদ বা‌গেরহাট । জনাব মোঃ সে‌লিম রেজা মোল্লা উপ‌জেলা ভাইস চেয়ারম্যান । জনাব মোঃ মাহাতাবুজ্জামান ভাইস চেয়ারম্যান চিতলমারী উপ‌জেলা প‌রিষদ । জনাব মোঃ র‌ফিকুল ইসলাম শেখ চেয়ারম্যান কোদা‌লিয়া ইউ‌নিয়ন প‌রিষদ মোল্লাহাট এবং ই‌ন্জি‌নিয়ার শেখ মোক্তার হো‌সেন বি‌শিষ্ট সমাজ সেবক । আম‌ন্ত্রিত উলামা‌য়ে কেরাম পী‌রে কা‌মেল—আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রহমান সা‌হেব মোহতা‌মিম দারুল উলুম চিতলমারী কাওমী মাদ,রাসা । আলহাজ্ব হযরত মাওলানা আবুল খা‌য়ের সা‌হেব মুহতা‌মিম আড়ুয়া‌ডি‌হি মাদ,রাসা মোল্লাহাট । হযরত মাওলানা মুফ‌তি আবুল কালাম আজাদ ইমাম ও খ‌তিব মাহদী জামে মস‌জিদ ও মুহা‌দ্দিস রা‌য়ের মহল মাদ,রাসা খুলনা । ‌কোরা‌নের তে‌লোয়াত ও ইসলামী না‌শীদ প‌রি‌বেশন ক‌রেন —হা‌ফেজ কারী জা‌হিদুল ইসলাম । সর্ব শে‌ষে কুরআন ও হা‌দি‌সের আ‌লো‌কে দ্বীনই আ‌লোচনা এবং আ‌খেরী মুনাজা‌তের ম‌ধ্যে‌দি‌য়ে শেষ ক‌রেন হযরত মাওলানা মোঃ জা‌কির হো‌সাইন —সহ-সুপার চিতলমারী আ‌লিয়া মাদ,রাসা চিতলমারী বা‌গেরহাট । ###### ‌মোঃ কা‌ফি হাসান বশার ‌মোল্লাহাট প্র‌তি‌নি‌ধি ‌মোবাইলঃ০১৭৬৮৩৭৪৩৯৭ ১৭\০২\২০২৩

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।