কাফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট প্রাতনিধি)
বাগেরহাটের মোল্লাহাট উপজেলা কোদালিয়া ইউনিয়নের সাত নং ওয়ার্ড কচুড়িয়া খাঁ বাজার সংলগ্ন নব নির্মিত (স্থাপিত ২০২২) শেখ হেমায়েত উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাদ্রাসার দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয় । উক্ত মাহফিলের প্রধান অতিথি ছিলেল, জনাম মোঃ শাহীনুল আলম ছানা মিয়া উপজেলা চেয়ারম্যান । বিশেষ অতিথি হিসাবে ছিলেন—জনাব এস, এম অলিউজ্জামান প্যানেল চেয়ারম্যান -১,জেলা পরিষদ বাগেরহাট । জনাব মোঃ সেলিম রেজা মোল্লা উপজেলা ভাইস চেয়ারম্যান । জনাব মোঃ মাহাতাবুজ্জামান ভাইস চেয়ারম্যান চিতলমারী উপজেলা পরিষদ । জনাব মোঃ রফিকুল ইসলাম শেখ চেয়ারম্যান কোদালিয়া ইউনিয়ন পরিষদ মোল্লাহাট এবং ইন্জিনিয়ার শেখ মোক্তার হোসেন বিশিষ্ট সমাজ সেবক । আমন্ত্রিত উলামায়ে কেরাম পীরে কামেল—আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব মোহতামিম দারুল উলুম চিতলমারী কাওমী মাদ,রাসা । আলহাজ্ব হযরত মাওলানা আবুল খায়ের সাহেব মুহতামিম আড়ুয়াডিহি মাদ,রাসা মোল্লাহাট । হযরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদ ইমাম ও খতিব মাহদী জামে মসজিদ ও মুহাদ্দিস রায়ের মহল মাদ,রাসা খুলনা । কোরানের তেলোয়াত ও ইসলামী নাশীদ পরিবেশন করেন —হাফেজ কারী জাহিদুল ইসলাম । সর্ব শেষে কুরআন ও হাদিসের আলোকে দ্বীনই আলোচনা এবং আখেরী মুনাজাতের মধ্যেদিয়ে শেষ করেন হযরত মাওলানা মোঃ জাকির হোসাইন —সহ-সুপার চিতলমারী আলিয়া মাদ,রাসা চিতলমারী বাগেরহাট । ###### মোঃ কাফি হাসান বশার মোল্লাহাট প্রতিনিধি মোবাইলঃ০১৭৬৮৩৭৪৩৯৭ ১৭\০২\২০২৩