ব্যুরো প্রধান মোঃ ইমরুল আহসান
১২/০৪/২০২৩ খ্রিস্টাব্দে দুপুর ১২.০০ ঘটিকায় কালেক্টরেট স্কুল এন্ড কলেজে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস, ময়মনসিংহ সদরের আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ময়মনসিংহ সদর। আরও উপস্থিত ছিলেন জনাব মো: মিজানুর রহমান হাওলাদার, উপপরিচালক, জেলা পরিসংখ্যান কার্যালয়, ময়মনসিংহ, প্রধান শিক্ষিকা, ময়মনসিংহ জিলা স্কুল ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।