নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুর বলড়া ইউনিয়ন এর কান্ঠাপাড়া ব্রীজের ঢাল হতে বহলাতুলী বাজার পর্যন্ত প্রায় ২ কি.মি নিম্নমানের খোয়া দিয়ে রাস্তা সংস্কার করাতে এলাকাবাসীর বাধা,প্রশাসনের নেই কোন কার্যকর পদক্ষেপ।সরেজমিনে গিয়ে তদারকি করে দেখা গেছে,বহলাতুলী বাজার সংলগ্ন অর্ধ কি.মি. রাস্তার বেশিরভাগ ই নিম্নমানের খোয়া দিয়ে রাস্তা সংস্কারের কার্যক্রম চলমান অবহৃত প্রক্রিয়াধীন।
এসময় স্থানীয় বাসিন্দারা জানান,দীর্ঘ ১০ বছর যাবৎ কোন ধরনের সংস্কারের কাজ হয়নি, আমাদের অনেকটাই দূর্ভোগ প্রহাতে হয়েছে।গত দুই মাস যাবৎ সংস্কারের কাজ চলমান প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের এলাকাবাসীর জোরদার দাবি হচ্ছে, অতি দ্রুত সংস্কারের কার্যক্রম শেষ করে দূর্ভোগ নিরাসন হোক এবং ওপর মহলের দৃষ্টি আকর্ষণ করছি, কোন ধরনের নিম্নমানের খোয়া দিয়ে যেন কাজ না করার জোর দাবি জানাচ্ছি ।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ই সাংবাদিকদের জানায়, নিম্ন মানের খোয়া দিয়ে এই রাস্তার কাজ হচ্ছে,একাধিকবার বাধা দেওয়ার পরেও এখন পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ নেওয়নি ওপর মহল।
আমরা ওপর মহলে জোরদার দাবি জানাচ্ছি,অতিদ্রুত নিম্নমানের খোয়া দিয়ে রাস্তা সংস্কারের কার্যক্রম বন্ধের দাবি জানানোসহ বিষয়টি খতিয়ে দেখে ভালোমানের ইট দিয়ে রাস্তা সংস্কার করা হোক।
এ বিষয়ে উপজেলা এলজিআরডি অফিস কর্তৃপক্ষ এই প্রতিনিধিকে মুঠোফোনে জানান,আমার কাছে কোন ধরনের লিখিত অভিযোগ কেউ দেয়নি,অভিযোগ করলে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST