হরিরামপুর পদ্মাপাড়ে গড়ে উঠেছে পদ্মা বাড়ি ভাসমান রেস্টুরেন্টে।
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আন্ধারমানিক গ্রামে উন্নতমানের খাবার ও মনোরম পরিবেশে পদ্মাপাড় সংলগ্নে গড়ে উঠেছে পদ্মা বাড়ি ভাসমান চাইনিজ রেস্টুরেন্টে।স্থান: আন্ধারমানিক বাজার সংলগ্ন পদ্মারপাড়, হরিরামপুর, মানিকগঞ্জ।প্রোপাইটর:আবুল হোসেন।
মোবা:০১৭৮৩২৬২৪৭২৩। খাবার পার্সেলের ব্যবস্থা রয়েছে।বি:দ্রা: অর্ডার অনুযায়ী বাংলা খাবারের সু-ব্যবস্থা আছে।প্রোপাইটর আবুল হোসেন সাংবাদিকদের জানায়,মানসম্মত ও স্বাস্থ্যকর ঘরোয়া মনোরম পরিবেশে ক্রেতাদের চাহিদা পূরন করতে আমরা সর্বদা দূঢ় প্রতিজ্ঞা বদ্ধ।