• অভিযোগের দীর্ঘদিন হলেও,ব্যাবস্হা নেওয়া হয়নি জবাই গরুর বর্জ্য ফেলা। 

      প্রতিনিধি ২৮ মে ২০২৩ , ৪:২৬:৫০ প্রিন্ট সংস্করণ

    রিপোর্টারঃ মোঃআনোয়ারুল ইসলাম অপূর্ব। 
    জেলা প্রতিনিধিঃ লালমনিরহাট।

     

    দেশের প্রত্যন্ত অঞ্চলের জেলা লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর বাজারে,

    নিয়মিতই জবাই করা হয় গরু , আর এই

    জবাই করা গরুর রক্ত  ময়লা পানি গোবর সহ আরও বিভিন্ন বর্জ্য, গরু জবাই করা ঘরের চারপাশে কিংবা বাজারের অলি গলিতে  উক্ত বর্জ্য  ফেলায় ,তা পঁচে  গলে

    নষ্ট হয়ে বাতাসে ছড়িয়ে  সৃষ্টি হয় এক অসহনীয়  দুর্গন্ধ। আর এই অসহনীয় দুর্গন্ধ বাতাসের মাধ্যমে বাজারে ছড়িয়ে পরায়, ক্রেতা এবং ব্যবসায়ীদের  মাঝে সৃষ্টি হয় বিভ্রান্তিকর

    পরিবেশ, এক পর্যায়ে বিষয়টি  কাসাইদের জানালে , তারা আমলে নেননি,এরপর হাট ইজারাদার বাবু প্রামাণিকে জানালে বা এই অভিযোগ করলে  জবাবই করা গরুর রক্ত পানি ময়লা গোবর সহ আরও বিভিন্ন ধরনের বর্জ্য বাজারের বাহিরে ফেলে দেওয়ার জন্য। এই

    বিষয়ে বাজার ব্যবসায়ী সহ অধিকাংশ ক্রেতারা

    সাধারণ জানান, এভাবে আমরা দীর্ঘদিন ধরে শুধু বলেই আসছি এবং অভিযোগ করে আসছি

    কিন্তু এভাবে অভিযোগের দীর্ঘদিন হলেও ব্যবস্থা

    নেওয়া হয়নি জবাই গরুর বর্জ্য ফেলার।হাট ইজারাদার এবং কাসাই গন শুধু বলেই যাচ্ছে  আজ কালের মধ্যে আমরা দ্রুত ব্যবস্থা নেব,

    এতো দিনেও আর ব্যবস্থা নেওয়া হয়নি। বাজার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ এটাও জানান যে যতই দিন যাচ্ছে ততোই যেন দুর্গন্ধ বেড়ই যাচ্ছে

    আর এভাবে দুর্গন্ধ বাড়তে থাকলে বাজারে ব্যবসা বানিজ্যে ঘটতে পারে বিঘ্নতা এমনকি হতে পারে রোগ ব্যধি সহ আরও  বিভিন্ন ধরনের

    সমস্যার সৃষ্টি। অবশেষে তারা বলেন উক্ত বাজারের শৃঙ্খলা এবং পরিবেশ ঠিক রাখতে

    প্রশাসন এবং ঊর্ধ্বতন কতৃপক্ষের দ্রুত ব্যবস্থা

    নেওয়া প্রয়োজন বলে মনে করেন তারা।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST