ঢাকাThursday , 5 September 2024

ইলিশ মাছ ও পেঁয়াজের সরবরাহ বেড়েছে কমলো দাম

moderator
September 5, 2024 8:27 am
Link Copied!

নিউজ ডেক্সঃ
বাজারে সরবরাহ বাড়ায় কমেছে ইলিশের দাম। তবে এখনও সাধারণ ক্রেতার নাগালের বাইরে রুপালি ইলিশ। মুরগি ও সবজির বাজারেও নেই সুখবর। হঠাৎ দাম বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, অন্যান্য মাছের দাম আগের মতোই চড়া। তবে কিছুটা কমেছে ইলিশের দাম।

 

কেজিতে এক লাফে ১৫০ টাকা কমে বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০-১৭০০ টাকায়। তবে বেড়েছে মুরগির দাম। কেজিতে ৫-১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ ও ২০ টাকা বেড়ে সোনালী বিক্রি হচ্ছে ২৬০ টাকায়।

এদিকে সবজির বাজারেও নেই স্বস্তির খবর। কেজিতে ১০ টাকা বেড়েছে বেগুনের দাম। গোল বেগুন বিক্রি হচ্ছে ১২০-১৩০ ও লম্বা বেগুন ৮০-৯০ টাকায়। এছাড়া করলা ৬০, পটল ৫০ ও কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি।

এদিকে বাজারে বেড়েছে বিদেশি পেঁয়াজের সরবরাহ। দামও দেশি পেঁয়াজের তুলনায় কম। এদিন পাইকারিতে পাকিস্তানি পেঁয়াজ ৯০-৯২ ও মিশরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৮২ টাকা কেজিতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।