দোয়ারা বাজার সুনামগঞ্জ প্রতিনিধি।
সুনামগঞ্জের দোয়ারা বাজার বাংলা বাজার ইউনিয়নের পার্বত্য অঞ্চলের এক অসহায় অভাবী হতদরিদ্র গরীব পরিবারের এতীম দৃষ্টি প্রতিবন্ধী ক্বারি সিরাজুল ইসলাম।
আলহামদুলিল্লাহ শুরু হলো ইবাদতের মাস, সেহরি ও ইফতার, তারাবী ও তাহাজ্জুদ নামাজ, এসব আমলের পাশাপাশি আরও রয়েছে দান সদকা, যাকাত এবং ফিতরাসহ আরও অধিক পরিমাণে সাওয়াব হাসিল করার সুবর্ণ সুযোগ। এই মাসে এক ওয়াক্ত নামাজ আদায় করলে অন্যান্য মাসে সত্তুর ওয়াক্ত নামাজ আদায় করার সমমান সাওয়াব আমলনামায় লিপিবদ্ধ করা হয়, তদ্রূপ একটা টাকা দান সদকা করলে সত্তুর টাকা দান সদকা করার সাওয়াব আমলনামায় লেখা হয়। এই বোনাস অফার টা শুধু রমজান মাস উপলক্ষে পাওয়া যাবে, এরপর আর এমন সুযোগ থাকবেনা।
যাকাত ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে একটি। জাকাত ছাড়া দ্বীন পরিপূর্ণতা লাভ করে না। যারা জাকাতের ফরয অস্বীকার কারে তাদের কাফের বলে গণ্য করা হবে। এই যাকাত ফরয করা হয় ২য় হিজরীতে। আল্লাহর তা’আলা কুরআনুল কারিমের বহু জায়গায় ইরশাদ করেছেনঃ “আর তোমরা নামায কায়েম কর, যাকাত আদায় করো এবং রুকু কর রুকুকারীদের সঙ্গে। [সূরা বাকারা ৪৩]
যাকাত এবং ফিতরা আপনি কাকে দিবেন, যাকে তাকে যাকাত এবং ফিতরা দিলে যাকাত এবং ফিতরার পরিপূর্ণ হক আদায় হবে না। যাকাত এবং ফিতরা দিতে হবে এতীম মিসকিন অসহায় হতদরিদ্র গরীব দুঃখী অভাবী অনাহারী ভিখারি পথশিশু প্রতিবন্ধী এসব দেখে দেখে দিবেন। এখন কথা হল আপনি এমন মানুষ কে সচারাচর খোঁজে পাবেন না, এমন ধরনের মানুষ কে খুঁজে পাওয়া অনেকটা দুষ্কর।
বোখারী শরীফ এর অসংখ্য হাদিস থেকে বাছাইকৃত একটি হাদিসে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাঃ বলেন, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়, আল্লাহর রাগ নিয়ন্ত্রিত হয়।
যাকাতুল ফিতরা হচ্ছে গরীব-মিসকিন দের হক,এটি আদায় করা ফরজ..তাই ফিতরার টাকা অন্য কাজে ব্যবহার করা জায়েজ নেই..এটি কাফফারা স্বরুপ রোজাদার মুসলিম দের জন্য..তাই এটি কে অবহেলা করে গুনাহের ভাগিদার হবেন না।
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রোযাদারের অনর্থক কথাবার্তা ও অশালীন আচরণের কাফ্ফারাস্বরূপ এবং গরীব-মিসকীনদের আহারের সংস্থান করার জন্য সদাকাতুল ফিতর (ফিতরা) নির্ধারণ করেছেন। যে ব্যক্তি ঈদের সলাতের পূর্বে তা পরিশোধ করে (আল্লাহ্র নিকট)-তা গ্রহণীয় দান। আর যে ব্যক্তি ঈদের সলাতের পর তা পরিশোধ করে, তাও দানসমূহের অন্তর্ভুক্ত একটি দান।
অতএব দেশে-বিদেশে অবস্থানরত সকল বিত্তবান এবং দানবীর দের কাছে সহযোগিতা চেয়েছেন, দৃষ্টিপ্রতিবন্ধী এতীম অসহায় হতদরিদ্র সিরাজ, ক্বারী সিরাজুল ইসলাম কে সহায়তায় এগিয়ে আসুন।
সুনামগঞ্জের দোয়ারা বাজার বাংলা বাজার ইউনিয়নের বাশতলা কলোনি গ্রামের অসহায় হতদরিদ্র পরিবারের বাসিন্দা হাঃ কাঃ সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি, সে খুব দুঃখে কষ্টে দৃষ্টিহীন চিকিৎসাহীন অবহেলিত জীর্ণশীর্ণ মানবেতর জীবনযাপন করছে, অভাবে-অনটনে অনাহারে দিন কাল করছে পার।
অবশেষে দৃষ্টি প্রতিবন্ধী ক্বারি সিরাজুল ইসলাম তিনি বলেন, দেশের সকল বড়লোক বৃত্তবান মানুষের কাছে আমার আকুল আবেদন থাকবে যদি কেউ পারেন অন্তত একটা করে হলেও ফেতরা দিয়ে সহযোগিতা করবেন, একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে সহায়তায় এগিয়ে আসুন।
তিনি পরে তার বিকাশ নাম্বার টা দিয়ে দেন,০১৭২৮৩০৫২০৮, এটা আমার ব্যক্তিগত বিকাশ নাম্বার।