মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭মার্চ উদযাপন করা হয়েছে। ৭ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় কুষ্টিয়া মিরপুর উপজেলা চত্বরে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এসময় তিনি বলেন, একাত্তরে অগ্নিঝরা মার্চে বিএনপি যে আচরণ করেছিল, সেই একই আচরণ এখনো করে তারা প্রমাণ করেছে তারা পাকিস্তানিদের প্রক্সি খেলোয়াড়। অপরদিকে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ও কুষ্টিয়া পুলিশ সুপার মো. খাইরুল আলমসহ জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধিগণ। এছাড়াও সকাল সাড়ে ৮টায় জেলার দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।