ষ্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টিক্কাকে গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ।
আজ ১২জুন, বৃহস্পতিবার ভোরে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম টিক্কা দিঘলকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালিয়া গ্রামের মৃত শামছুল আলম খানের ছেলে। তিনি দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
পুলিশ জানায়, গত ২৪ সালের জুলাই/আগষ্টে বৈষম্য বিরোধী আন্দোলনে মধুপুর ছাত্র জনতার উপর হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মধুপুর থানার ওসি এমরানুল কবীর বলেন, ঘাটাইল থানার সহযোগতিায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST