সারাদেশ

ঘোড়ার মাংস বিক্রি করে তোলপাড় গাজীপুরে

  প্রতিনিধি ১৫ মার্চ ২০২৫ , ৪:৫২:১৭ প্রিন্ট সংস্করণ

গাজীপুর প্রতিনিধিঃ

ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে গাজীপুর মহানগরের হায়দ্রাবাদ এলাকায়। প্রতি শুক্রবার ৩ থেকে ৪ টি ঘোড়া জবাই করে বিক্রি করেন দুই তরুন শফিকুল ইসলাম ও নুরুল্লাহ মামুন। ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি করেন প্রতি কেজি ঘোড়ার মাংস।

এই ঘোড়ার মাংস বিক্রি নিয়ে এলাকায় তৈরী হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ জানান, ঘোড়ার মাংস খেতে গরুর মাংসের মতই সুস্বাদু। অন্যদিকে দাম অনেক কম হাওয়াতেও এ মাংসের চাহিদা বাড়ছে গাজীপুরে। এদিকে এলাকার অনেকে মনে করছেন ঘোড়ার মাংস খাওয়া কুরুচিপূর্ণ বলেও মন্তব্য করেছেন অনেকে।

দেশে তেমন পরিচিত না হলেও ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের কিছু শহরে এটি একটি জনপ্রিয় খাবার। স্থানীয় এলাকায় মাদ্রাসা পরিচালক মুফতি আবু সাইদ জানান, ইসলামে ঘোড়ার মাংস খাওয়াতে কোন নিষেধাজ্ঞা নেই। জানা যায় চলতি বছরের শুরুর দিকে বানিজ্যভাবে ঘোড়ার মাংস বিক্রি করা শুরু করেন এই দুই বন্ধু। দুবাই ভ্রমণ এ ঘোড়ার মাংস খাওয়ার অভিজ্ঞতা থেকেই দেশে ফিরে ব্যতিক্রমি এই উদ্যোগ নেয় তারা।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST