অন্যান্য

চাটখিলে বাংলাদশ শিক্ষক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন ও শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

  প্রতিনিধি ৯ মার্চ ২০২৩ , ৮:১৮:২২ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোটার, নোয়াখালী;

বাংলাদেশ শিক্ষক সমিতি( বিটিএ) এর নোয়াখালী জেলার চাটখিল উপজেলা নব নির্বাচিত কমিটি শপথ গ্রহন ও সন্মেলন বৃহস্পতিবার ( ৯ মার্চ) চাটখিল উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3746755345041950" crossorigin="anonymous"></script> <!-- Horizontal 2 --> <ins class="adsbygoogle" style="display:block" data-ad-client="ca-pub-3746755345041950" data-ad-slot="9531539306" data-ad-format="auto" data-full-width-responsive="true"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১( চাটখিল- সোনাইমুড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম ও রেলপথ মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য জনাব আলহাজ্জ এইচ এম ইব্রাহিম এমপি। আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জনাব আলহাজ্ব জাহাঙ্গীর আলম, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়া, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিল, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী,চাটখিল উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান জনাব এইচ এম আলী তাহের ইভু, চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ আহসান উল্যা চৌধিরী, বাংলাদেশ শিক্ষক সমিতির নোয়াখালী জেলা সভাপতি জনাব আবুল কাশেম, বাংলাদেশ শিক্ষক সমিতির নোয়াখালী জেলার সাবেক সাধারন সম্পাদক জনাব মুহাম্মদ আলমগীর,শিক্ষক নেতা জনাব সাহাব উদ্দিন, জনাব মোঃ হারুনুর রশিদ, চাটখিল উপজেলা শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ও হীরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের একাডেমিক প্রধান( ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জসীম উদ্দিন , ফাওড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ ইসমাইল হোসেন প্রমুখ। সভায় অতিথি মহোদয় গন চাটখিল উপজেলায় শিক্ষকদের নিয়ে প্রথম বারের সুন্দর অনুষ্ঠান ও মিলন মেলার আয়োজন করায় ভুয়সী প্রশংসা করে চাটখিলে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকের বিভিন্ন দাবী – দাওয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।অনুষ্ঠানের শেষে নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জনাব মোঃ মোরশেদ আলম । সমগ্র অনুষ্ঠান সঞ্চালোনা করেন হীরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক জনাব লুৎফর রহমান ও পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আবুল খায়ের।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST