অপরাধ

জামালপুরে আম গাছের নিচ থেকে লাশ উদ্ধার

  প্রতিনিধি ২২ মে ২০২৩ , ১:৫২:৩৬ প্রিন্ট সংস্করণ

জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে মুন্না মাষ্টারের কোচিং সেন্টারের সামনে আম গাছের নিচ থেকে প্রশান্ত চন্দ্র বর্মন (৪৫) নামে এক হিন্দু ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০মে) রাত ১০ টায় এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে। নিহত প্রশান্তের বাড়ী জামালপুর সদরের রানাগাছা ইউনিয়নের মহেশপুর কালিবাড়ী গ্রামের ঝালুপাড়ায়। সে ওই গ্রামের ধরনী চন্দ্র বর্মনের পুত্র। স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় নান্দিনা জেনারেল হসপিটালের পূর্ব পাশে মুন্না মাষ্টারের কোচিং সেন্টারের সামনে আম গাছের নিচে প্রশান্ত চন্দ্র বর্মনের লাশ পড়ে থাকলে ৯৯৯ ফোন দেয় এলাকাবাসী। খবর পেয়ে জামালপুর সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছেন। এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর পর মরদেহ ময়না তদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালে নিয়ে যায়। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, আমি খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়না তদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালে প্রেরণ করি। ময়না তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST