অন্যান্য

জামালপুরে এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৩ , ৭:৫৩:১৭ প্রিন্ট সংস্করণ

এমএ রফিক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম ও ভাগ্যহত শিশুদের মাঝে মঙ্গলবার জামালপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন অডিটরিয়ায়ে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপত্বিত করেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. মোহাম্মদ বাকী বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ।, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাফফর হোসেন, পৌর মেয়র আলহাজ¦ মোঃ ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। অনুষ্ঠানে সদর উপজেলার ১৫টি এতিমখানায় শিশুদের জন্য খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয় ।

ক্যাপশনঃ জামালপুরে এতিমদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করছেন অতিথিরবৃন্দ।

আরও খবর

Sponsered content

কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কুষ্টিয়া জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচী শুরু করা হয়। পরে আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের আদালত চত্বরে গিয়ে শেষ হয়। এবং জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ রুহুল আমীন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেরামত আলী, স্পেশাল জজ আশরাফুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ. ন. ম. আবু জর গিফারী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট নুরুল আলম দুলাল, পাবলিক প্রসিকিউটর অনুপ কুমার নন্দী প্রমুখ। অনুষ্ঠানে আইনজীবী ও বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।

আড়ং জব সার্কুলার ২০২৫, নিচ্ছে ম্যানেজার

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বেসরকারি শিক্ষকদের শন্যপদে বদলি নীতিমালা যেমন হতে পারে

নওগাঁয় ধর্ষণের মিথ্যা মামলা দিয়ে আসামী পক্ষকে ফাঁসানোর অভিযোগে,বাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের মৌন প্রতিবাদ ও মানববন্ধন

Design & Developed by BD IT HOST