অন্যান্য

জামালপুরে এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৩ , ৭:৫৩:১৭ প্রিন্ট সংস্করণ

এমএ রফিক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম ও ভাগ্যহত শিশুদের মাঝে মঙ্গলবার জামালপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন অডিটরিয়ায়ে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপত্বিত করেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. মোহাম্মদ বাকী বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ।, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাফফর হোসেন, পৌর মেয়র আলহাজ¦ মোঃ ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। অনুষ্ঠানে সদর উপজেলার ১৫টি এতিমখানায় শিশুদের জন্য খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয় ।

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3746755345041950" crossorigin="anonymous"></script> <!-- Horizontal 2 --> <ins class="adsbygoogle" style="display:block" data-ad-client="ca-pub-3746755345041950" data-ad-slot="9531539306" data-ad-format="auto" data-full-width-responsive="true"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>

ক্যাপশনঃ জামালপুরে এতিমদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করছেন অতিথিরবৃন্দ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST