প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৩ , ১:০২:২১ প্রিন্ট সংস্করণ
জামালপুরে হেপাটাইটিস বি ভাইরাস (HBsAg) এবং জরায়ু ক্যান্সার নির্মূল করার লক্ষে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। টিকা শুধু শিশুদের জন্য নয় পরিবারের সবার জন্য। টিকা গ্রহন করি সুস্থ্য থাকি। হেপাটাইটিস বি একটি মরণ ব্যাধি! নিরব ঘাতক!! – অকাল মৃত্য!!! বাংলাদেশে প্রতি বছর প্রাই ২০ হাজার লোক হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। ভাওয়াল এসোসিয়েশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশান একটি সেবা মূলক প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের প্রধান “কার্যালয় মাওনা, “গাজীপুর। ২০১৫ সালে ইপিআই আওতার বাহিরে টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ” প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ” শাখা থেকে অনুমোদন পায় । জামালপুর জেলায় কার্যক্রম পরিচালনার জন্য ০১-০১-২০২৩ ইং তারিখে জামালপুর জেলা সিভিল সার্জন মহোদয়ের নিকট থেকে অনুমোদন পায়। বর্তমানে ৪৩ টি জেলায় ভাওয়াল সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাদের কার্যক্রম সম্পর্কে জেলা যুব প্রশিক্ষন কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মাহবুবুর রহমান ও তারকা সংঘের সভাপতি, মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম এর সাথে আলোচনা করেন। হেপাটাইটিস বি ভাইরাস (HBsAg ) এবং জরায়ু ক্যান্সার নির্মূল করার লক্ষে কার্যক্রম পরিচালনা -করছে। জামালপুর জেলা অফিস জিয়া কলেজ মোড় বাগেরহাটা জামালপুর সদর জামালপুর।
Design & Developed by BD IT HOST