শিক্ষা

জামালপুর সদর উপজেলায় নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:৩৮:১৫ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। জামালপুর সদর উপজেলার নান্দিনায় নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ফেব্রুয়ারি) দুপুরে নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। উদ্বোধকের বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলার সুযোগ্য সদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ছানোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, জেলা পরিষদের সদস্য মো. নজরুল ইসলাম, রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারক হোসেন শাহীন প্রমুখ। মানপত্র পাঠ করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক সাদিয়া আরফিন পলি। অনুষ্ঠান সঞ্চালনায় করেন নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক শাহিনুর রহমান। এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তি প্রতীক পায়রা উড়িয়ে ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এছাড়া খেলাধুলার পাশাপাশি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST