
রাজু আহমেদ, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর দুর্গাপুরে বিস্ফোরণ ঘটিয়ে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডলকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি দুরুল হুদা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের শালঘরিয়া এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল কাদের মন্ডল উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া ভবানীপাড়া গ্রামের মৃত গনেষ মন্ডলের ছেলে। তিনি ২০০৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালেও ফের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে , ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগের দিন অর্থাৎ গত ৪ আগস্ট রাজশাহীর দুর্গাপুর উপজেলা মেডিকেল মোড়ে ১৫০ থেকে ২০০ জন আওয়ামী লীগের নেতা-কর্মী একত্রিত হয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে দিবালোকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালায়। এ ঘটনায় উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে নাশকতার অভিযোগে আব্দুল কাদের মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামীকাল শুক্রবার তাকে আদালতে তোলা হবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST