দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি।
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে থকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ মোর্শেদ মিশু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম মিনা, দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা বিআরডিবি অফিসার শাহীনুর রহমান, উপজেলা ইফা’র মাওলানা জিয়া উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী এনামুল হক, প্রশিক্ষক হাসিনা বেগম, নিপা রানী দাস, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাধারণ সম্পাদক আশিক মিয়া, উপদেষ্টা বজলুর রহমান, সিনিয়র সহসভাপতি মোঃ আলা উদ্দিন, মোঃ কামাল পারভেজ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং এনজিও সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।