দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজারে উপজেলা খেয়া ঘাটের দক্ষিণ পাশে সুরমা নদীর তীরে অভিযান চালিয়ে ভারতীয় ১৯ বস্তা চিনিসহ বরজান মিয়া (৪৩) নামের চোরাকারবারিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। আটকৃত বরজান মিয়া (৪৩) উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল উত্তরপাড়া গ্রামের মৃত পাসু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টার দিকে উপজেলা খেয়া ঘাটের দক্ষিণ পাশে সুরমা নদীর তীরে অভিযান চালিয়ে ভারতীয় ১৯ বস্থা চিনিসহ বরজান মিয়া নামের একজন চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ সময় বরজানের সাথে থাকা সহযোগী উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের রতন মিয়া উরুফে মোর্শেদ আলীর পুত্র কামরুল মিয়া(২২)পালিয়ে যান।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে ভারতীয় চিনি আনার দায়ে দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আটক আসামিকে মঙ্গলবার সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হয়েছে।