প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৩ , ১২:১৫:৫৪ প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার দৌলতপুরে ৪০ বোতল ফেনসিডিলসহ মো. ইসমত (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রোববার রাত ১০.৫০ মিনিটে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত লোকমান খানের ছেলে।
২৪ এপ্রিল, সোমবার বিকেল ৫.৪৫ মিনিটে প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব।
র্যাব জানায়, র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র্যাবের একটি দল দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে অভিযান চালায়। এসময় ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মো. ইসমতকে আটক করে। উদ্ধার করা মাদকের মূল্য ৮০ হাজার টাকা নির্ধারণ করে এবং আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।
Design & Developed by BD IT HOST