প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:২২:১১ প্রিন্ট সংস্করণ
নরুন্দিতে তা,লিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা ও হাসান এতিমখানার পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারি প্রদর্শনী র্যালি।
রাসেল রানা জামালপুর স্টাফ রিপোর্টার জামালপুর সদর উপজেলা নরুন্দিতে তা,লিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা ও হাসান এতিমখানার উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উক্ত প্রতিষ্ঠান শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ। নরুন্দি ইয়াদ আলীর মোড় থেকে সকাল ৯টায় পদযাত্রা শুরু হয়ে বাজারের চারপাশে প্রদক্ষিণ করে।
নরুন্দি স্কুল এন্ড কলেজের মাঠে শহীদ মিনার চত্বরে এসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপনের জন্য এক মিনিট নীরবতা পালন করে। উক্ত র্যালিতে অংশগ্রহণ করেন নরুন্দি তা,লিমুল কোরআন মাদ্রাসার পরিচালক ক্বারী মাওলানা শফিকুল ইসলাম ও উপস্থিত ছিলেন নরুন্দি তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো:তোফাজ্জল হোসেন আরো উপস্থিত ছিলেন নরুন্দি ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: খলিলুর রহমান। এবং উপস্থিত ছিলেন নরুন্দি ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলেম উলামাগন। এসময় র্যালি শেষ করে পুনরায় আবার তা,লিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় এসে শহীদদের আত্মার মাগফেরাতের জন্য এক বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয় । এবং বক্তব্য দেয় উক্ত প্রতিষ্ঠানের পরিচালক ক্বারী মাওলানা শফিকুল ইসলাম তিনি বলেন দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানটি সুনামের সহিত ছাত্রদের লেখাপড়া সহ এতিমদের কে প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে হাফেজি পড়ানো হচ্ছে। এই প্রতিষ্ঠানের পরিচালক বলেন আমি একজন প্রতিবন্ধী হয়েও নিজের প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি। তিনি আরও বলেন সুন্দর সফল জীবন, আদর্শ জাতি গঠনের লক্ষে ২০১৪ সাল থেকে ঐতিহ্য ও সুনামের সাথে পাঠদান করে আসতেছি। এই সময় আরো সমাপনী বক্তব্য রাখেন ইউপি সদস্য, মো: খলিলুর রহমান, তিনি বলেন নরুন্দিতে একটি আদর্শ জীবন গড়ার প্রথম প্রতিষ্ঠান হচ্ছে তা,লিমুল নূরানী ক্যাডেট মাদ্রাসা ও হাসান এতিমখানা।
Design & Developed by BD IT HOST