স্পোর্টস ডেস্কঃ
ফিফা র্যাঙ্কিংয়ে ৫৯ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশের বিপক্ষে ড্র কিছুতেই মেনে নিতে পারছেনা ভারত। বিশ্লেষকরা তো বটেই, সামাজিক যোগাযোগমাধ্যমে সুনীল ছেত্রীদের ধুয়ে দিচ্ছে ইন্ডিয়ান দর্শকরাও। তবে, দাপুটে পারফরম্যান্সের পরও বাংলাদেশ দলকে নিয়ে তেমন কোনো প্রশংসা নেই তাদের পোস্টে।
শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের ১৫ হাজার তো বটেই, গোটা ভারতের কোটি ফুটবলপ্রেমীর চোখ ছিলো এ ম্যাচে। যে ম্যাচ মাঠে গড়ানোর আগে হম্বিতম্বি, বাংলাদেশ দল নিয়ে তাচ্ছিল্য আর ফিফা র্যাঙ্কিংয়ে ৫৯ ধাপ এগিয়ে থাকার দম্ভ সবই দেখিয়েছে তারা। কিন্তু, বাস্তবতা ছিলো ভিন্ন। নিজেদের মাঠে বাংলাদেশের সামনে একরকম আত্মসমর্পণই করেছিলো ভারত ফুটবল দল। জনি-ইমনরা সহজ সুযোগগুলো হেলায় না হারালে এশিয়ান কাপ বাছাই ম্যাচে বেঙ্গল টাইগার্সের কাছে লজ্জাই পেতে হতো ইন্ডিয়ানদের। ইন্ডিয়ার সাথে ম্যাচ ড্র করায় ফিফা লাইভ র্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৫ তম স্থান থেকে ১৮৩ তম স্থানে উঠে এসেছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST