• বরগুনায় ৭০ পিস ইয়াবাসহ ১০ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামিসহ ০৩ জন গ্রেফতার

      প্রতিনিধি ৫ জুন ২০২৩ , ১১:১৪:৫০ প্রিন্ট সংস্করণ

    বরগুনা জেলা প্রতিনিধি মোঃ সরোয়ার

    মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় পুলিশকে শতভাগ পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য ধারাবাহিকভাবে দিক-নির্দেশনা প্রদান করে চলেছেন।

    অভিযান ০১ঃ
    ০৪/০৬/২০২৩ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার এসআই(নিঃ) মোঃ নাজমুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে বরগুনা থানাধীন ৮নং বরগুনা সদর ইউনিয়নের ক্রোক টু নিশানবাড়িয়া সড়কের ৬নং ওয়ার্ডস্থ ক্রোক হইতে আসামী মোঃছিদ্দিক(৩২), পিতা-দুলাল মীর ,স্থায়ী: গ্রাম- ক্রোক (ক্রোক স্লুইজ) , উপজেলা/থানা- বরগুনা সদর, জেলা -বরগুনাকে ৫০ পিস অবৈধ মাদক ইয়াবা গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমান ১৫,০০০/- টাকা।
    অভিযান ০২ঃ
    অদ্য ০৩/০৬/২০২৩ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার এসআই(নিঃ) মোঃ নাজমুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে বরগুনা থানাধীন ৮নং বরগুনা সদর ইউনিয়নের ক্রোক টু নিশান বাড়ীয়া সড়কের ৬নং ওয়ার্ডস্থ ক্রোক হইতে আসামী ১। মোঃ আবু সালেহ ঘরামী(৩০), পিতা-মৃত. আঃ রশিদ ঘরামী ,স্থায়ী: গ্রাম- বরগুনা সদর (ক্রোক(বৈঠাকাটা) ৬নং ওয়ার্ড, ৮নং সদর ইউপি) , উপজেলা/থানা- বরগুনা সদর, জেলা -বরগুনাকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমান ৬,০০০/- টাকা।

    উভয় ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।

    অভিযান ০৩ঃ
    অদ্য খ্রি: ০৩/০৬/২৩ অফিসার ইনচার্জ, বেতাগী থানার সার্বিক তত্তাবধানে এএসআই/শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ১০ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত ও ১০০০০/ টাকা জরিমানা অনাদায়ে ০৬ মাসের কারাদন্ডপ্রাপ্ত আসামি মোঃ আসলাম হাওলাদার, পিং আঃ সালাম, সাং মধ্য কাজিরাবাদ, থানা- বেতাগী,জেলা- বরগুনাকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করে।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST