অন্যান্য

ভোলা দৌলতখানে বাস ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত-৪

  প্রতিনিধি ১৮ মার্চ ২০২৩ , ১২:০৫:৪৬ প্রিন্ট সংস্করণ

জামাল খান জেলা প্রতিনিধি।।

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3746755345041950" crossorigin="anonymous"></script> <!-- Horizontal 2 --> <ins class="adsbygoogle" style="display:block" data-ad-client="ca-pub-3746755345041950" data-ad-slot="9531539306" data-ad-format="auto" data-full-width-responsive="true"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>

দৌলতখান ভোলা-চরফ্যাশন মহাসড়কে যাত্রীবাহী বা‌স ও অটো রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনা স্থলেই দুই ক‌লেজছাত্রীসহ চার যাত্রী নিহত হ‌য়ে‌ছেন।

শুক্রবার (১৭ মার্চ) সকাল সোয়া ৯টার দি‌কে ভোলার দৌলতখান উপ‌জেলা বাংলাবাজার সংলগ্ন উত্তর উদ্দিন এলাকার চরফ্যাশন সড়‌কে এ ঘটনা ঘটে। নিহতরা হ‌লেন, দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামের মাতাব্বর বাড়ির কয়ছর মাতাব্ব‌রের মে‌য়ে ও ক‌লেজছাত্রী রিমা আক্তার (১৭) ও একই বা‌ড়ির জাহাঙ্গী‌রের মে‌য়ে শিখা (১৭) এবং একই গ্রা‌মের বা‌সিন্দা মো. আবুল কালাম (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা তা‌দের বা‌ড়ির সাম‌নে সড়ক থে‌কে বোরা‌কে ক‌রে বাংলাবাজার যা‌চ্ছি‌লেন। বাংলাবাজার সংলগ্ন উত্তর উদ্দিন এলাকার সড়‌কে পৌঁছলে বিপরীত দিক থে‌কে আসা চরফ্যাশনগামী এক‌টি দ্রুত চা‌লিত যাত্রীবা‌হী বাস বোরাক‌টি‌কে চাপা দি‌লে ঘটনাস্থ‌লেই নিহত হয় বোরা‌কের তিন যাত্রী। এছাড়াও এ ঘটনায় বোরা‌কের চালককে আহত অবস্থায় বরিশাল হাসপাতা‌লে নি‌য়ে যাওয়ার সময় পথে মারা যায়। দুর্ঘটনার পর বাস‌টি ঘটনাস্থল থে‌কে পালিয়ে যায়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকীর হো‌সেন ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, ঘটনাস্থলে পু‌লিশ পৌঁ‌ছে‌ছে। এছাড়াও বাস‌ ও চালককে আটকের চেষ্টা চল‌ছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST