মোহাম্মদ আলী, (হরিরামপুর) মানিকগঞ্জ।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলাধীন সুলতানপুর ভাটিকান্দি জামে মসজিদের উদ্যোগে ১৪ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার বেলা ৫ঘটিকায় সুলতসনপুর খেলার মাঠ প্রাঙ্গনে ম্যাভেন অটোস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল আউয়াল এর শুভ উদ্বোধনে ও সুলতানপুর জামে মসজিদ ও ওয়াজ কমিটি এর সভাপতি মালেক শিকূার এবং সার্বিক তত্বাবধানে মোসলেম উদ্দিন উদ্দিন খান (কুন্নু) মাধ্যমে উক্ত তাফসিরুল কুরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওয়াজ মাহফিল উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান,হারুকান্দি ইউপির চেয়ারম্যান শেখ মোশাররফ হোসেন,হারুকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম বিশ্বাস, উপজেলা ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল বাশার সবুজ, মানিকগঞ্জ পল্লি বিদ্যুৎ সনিতির সাবেক সভাপতি আলী হায়দার, কবি জাহানারা আরজু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হালিম মাস্টার সহ প্রমূখ উপস্থিত ছিলেন। উক্ত মাহফিলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইমরানুল হক শাহজাহান ও শুভেচ্ছান্তে সুলতানপুর ভাটিকান্দি জামে মসজিদ এর সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান সহ সার্বিক সহযোগিতায় খন্দকার আইয়ুব আলী,মোশারফ হোসেন ও আফজাল হোসেন। উক তাফসিরুল কুরআন ও ওয়াজ মাহফিল এ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি স্কলার ও সুবক্তা ত্ব-হা যিন নুরাঈন এরাবিক একাডেমি রংপুর এর প্রতিষ্ঠা পরিচালক আবু ত্ব-হা মোহাম্মদ আদনান।তিনি কুরআন ও হাদীসের আলোকে মানব জীবন পরিআালনা করার জন্য সাধারন মুসলমানূের প্রতি আহ্বান করেছেন।