ঢাকাMonday , 1 May 2023

মির্জাপুর খাদিজাতুল কুবরা (রা:) কওমী মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও উপহার বিতরণ

admin
May 1, 2023 6:04 pm
Link Copied!

নিউজ ডেক্সঃ

মির্জাপুর খাদিজাতুল কুবরা (রা:) কওমী মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১ মে সোমবার সকাল ১১ টায় নড়াইল সদর থানাধীন বিছালী ইউনিয়নের মির্জাপুর দক্ষিণপাড়াস্থ মাদ্রাসায় উক্ত ফলাফল প্রকাশ ও কৃতি ছাত্রীদের স্বীকৃতি স্বরূপ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন- মাদ্রাসার সভাপতি ও বিশিষ্ট আলেম মাওলানা মো: মফিজুর রহমান।

ফলাফল ঘোষণা করেন- মাদ্রাসার মুহতামিম মো: আমিনুল ইসলাম।

উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা ইমরান হুসাইন ও কমিটির সদস্য মো: আলী মোর্তজা।

এসময় পর্দার মধ্যে মাদ্রাসার মহিলা শিক্ষকগণ, ছাত্রীবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

ফলাফল ঘোষণা ও উপহার সামগ্রী বিতরণ শেষে দোয়া এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের একমাত্র মেয়ে প্রথম স্থান অধিকার করে শিশু শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ায় আনন্দঘন পরিবেশে মিষ্টিমুখ করানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।