কাফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে পাটক্ষেত থেকে ছাগল ধরে বেঁধে রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে। উপজেলার ভান্ডারখোলা গ্রামে মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় আহতদের মোল্লাহাট, গোপালগঞ্জ ও খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, ভান্ডারখোলা গ্রামের আফজাল মোল্লার পাট ক্ষেতে একই এলাকার আয়ুব মোল্লার একটি ছাগল যায় এবং ফসল খায়। উক্ত ক্ষেত মালিকের ছেলে এনায়েত ছাগলটি ধরে বাড়িতে নিয়ে বেঁধে রাখে। এঘটনায় ছাগলের মালিক সহ বেশ কয়েকজন ক্ষুব্ধ হয়ে ক্ষেত মালিকদের গালাগালি করে। এনিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়। আহতরা হলেন, সাব্বির মোল্লা (২৩), এনায়েতুল্লাহ (২৯), শফিউল্লাহ (২৪), সানাউল্লাহ (২০) কালিমুল্লাহ (১৭), সাহিদা (৪৫) ও মাবিয়া (৬৫)।
আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য নিকটস্থ গোপালগঞ্জ ও খুমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় পক্ষের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় পক্ষের দুই জনকে আটক রাখা হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষের লিখিত অভিযোগ পাওয়া যায় নাই। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
######
মোঃ কাফি হাসান বশার
মোল্লাহাট প্রতিনিধি
মোবাইল: ০১৭৬৮৩৭৪৩৯৭
তাং -২৫/০৪/২০২৩ ইং।