• শবে বরাতে আতশবাজি-পটকা ফোটানো নিষিদ্ধ: ডিএমপি

      প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ১:৫০:১৪ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ

    শবে বরাতে আতশবাজি-পটকা ফোটানো নিষিদ্ধ: ডিএমপি
    ঢাকা: শবে বরাতের পবিত্রতা রক্ষা ও শান্তিপূর্ণভাবে উদযাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য বেচা-কেনা, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ করেছে ডিএমপি।

    বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

    এতে বলা হয়, আগামী ১৪ ফেব্রুয়ারি শুক্রবার (১৪ শাবান, ১৪৪৬ হিজরি) রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে বরাত উদযাপন করা হবে। শবে বরাতের পবিত্রতা রক্ষা ও শান্তিপূর্ণভাবে উদযাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ৬ পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য বেচা-কেনা, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ করা হলো।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST