হরিরামপুর থেকে মোঃরাসেল মিয়াঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলাধীন লেছড়াগঞ্জ ব্রিজ সংলগ্ন স্বপ্নপুরী হতে দিয়াপাড় আশ্রয়ন কেন্দ্র পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তার বেহাল দশা,প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। অত্র এলাকার স্থানীয় অনেক বাসিন্দারা আমাদের জানিয়েছেন এই রাস্তাটি প্রায় এক যুগের বেশি ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে আমরা একাদিকবার এলাকার জনপ্রতিনিধিদের জানিয়েছিকিন্তু কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন। এখানে রাস্তাটি বেহাল দশার কারণে প্রতিনিয়তই এক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে মাঝে মাঝে দুর্ঘটনা হয় বলেও মন্তব্য করেন অনেকেই।কমলমতি শিক্ষার্থীরা স্কুলে যেতে নানা সমস্যার সম্মুখীন হয়,গাড়ির চালকেরা ঠিকমতো গাড়ি চালাতে পারে না, কৃষি কাজে ব্যবহৃত মালামাল গাড়ি চলাচল করতে চরম অসুবিধা হয়।পত্র এলাকার স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি অতি দ্রুত এই রাস্তাটি সংস্কারের কাজ শুরু হও এবং ওপর মহলের কাছে বিষয়টি খতিয়ে দেখে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হোক।
এ বিষয়ে উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ মেঠো ফোনে সাংবাদিকদের জানান,এ বিষয়ে আমরা অবগত আছি, বিষয়টি ক্ষতিয়ে দেখে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার কে জিজ্ঞাসা করলে তিনি জানান বিষয়টি আমি অবগত নই, এ বিষয়ে লিখিত ভাবে আমার কাছে অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST