আওয়ামী লীগ শুধু একটি দল নয় আওয়ামী লীগ একটি অনুভূতি। - দৈনিক অভিযোগ বার্তা
News Editor
২০ এপ্রিল ২০২৩, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ শুধু একটি দল নয় আওয়ামী লীগ একটি অনুভূতি।

ইকবাল আহমেদ লিটন। আওয়ামীলীগ শুধু একটা দল নয়, আওয়ালীগ একটা অনুভূতি যে অনুভূতিতে বঙ্গবন্ধুর ডাকে সারে সাত কোটি বাঙালি এক শাহাদৎ আঙুলের ইশারায় সাড়া দিয়েছিলেন এবং একত্রিত করেছিলেন সমস্ত মুক্তিকামি মানুষকে। আর সেই অনুভূতিতে ৭১ এর মুক্তিযুদ্ধে সবাই ঝাপিয়ে পরেছিলেন এবং জিবনের মায়া ত্যাগ স্বীকারকরে ও ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ ৪০ হাজার মা আর বোনের সম্ভ্রম হারিয়ে ছিলো তা শুধু অনুভূতি ও বঙ্গবন্ধুর আদর্শের থেকেই সারা দিয়েছিলো।
যার বিনিময়ে এক ভৌগলিক মানচিত্রে একটি লাল-সবুজের পতাকা পেয়েছিল বাঙালি জাতির জাতীয় অনুভুতিতে। তাই হাজার বছরের শেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন: মুক্তিযুদ্ধের ধর্ষিতা মেয়েদের বাবা নামের জায়গায় আমার নাম লিখে দেও, আর ঠিকানা দিয়ে দেও ধানমন্ডি ৩২ নম্বর বাড়ী !
যারা জেনেটিক আওয়ামীলীগ তাদের ভিতর যে
অনুভূতি কাজ করে তা কখনো অপশক্তির
কাছে বিক্রি হবে না। তাই যে জাতি তার জাতি স্বত্বা অস্বীকার করে সেই জাতি তার কাঙ্কিত লক্ষে
পৌছেতে পারেনা ইতিহাস তার স্বাক্ষী। তেমনই
বাঙ্গালি জাতি হিসাবে আওয়ামীলীগকে অস্বীকার
করতে পারবেনা। যেমন বৃক্ষ তার পরিচয় ফলে
তেমনি; “বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ আর বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু “বঙ্গবন্ধু বলেছিলেন: যে জাতি মুক্তিকামী মানুষ আহম্মকের দলেরা জানেনা, সেই
জাতিকে কখনো দাবায়ে রাখা যায় না আর সেই অপার সুন্দর আশার আলো হচ্ছে “বাংলাদেশ আওয়ামীলীগ” ফিদেল কাষ্ট্র বলেছিলেন; আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি এবং তার ব্যক্তিত্বকে দেখে আমি হিমালয় চিনেছি । এমনকি তিনি এও বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় নেতাদের আসল সাংবাদিক হিসেবে ইন্টারভিউ নিয়েছি তাদের সবার হৃদয়ের মাপ-কাঠি আমার ইন্টারভিউ দিয়ে মাপতে পেরেছি কিন্তু একমাত্র বিশ্ব নেতা বঙ্গবন্ধুর হৃদয়ের মাপ-কাঠি আমার যোগ্যতা এবং অভিগ্যতার সাংবাদিকতার আলো দিয়ে আমি মাপতে পারিনি আমি লিডার বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলাম; “What is your qualifications ” মানে তোমার যোগ্যতা কি ?? বঙ্গবন্ধু উত্তরে বলেছিলো “I Love my people” ফিদেল কাষ্ট্র� ২য় প্রশ্ন করেছিল; “(What is your disqualifications তোমার অযোগ্যতা টা কি(?) তখন বঙ্গবন্ধু বলেছিলেন; I love too much my people……..এই উত্তর শুনে ফিদেল কাষ্ট্র অভিভূত মুগ্ধ ও বিস্ময়কর হয়ে তার মুখের ভাষা হারিয়ে ফেলেছিলো তারপর আর প্রশ্ন করতে পারিনি এইটা আমার কথা না বিশ্ব বিখ্যাত সাহসী সাংবাদিক ফিদেল কাষ্ট্রোর কথা।
বঙ্গবন্ধু বলেছিলো তোমরা কি ভুলে গেছো সেই মুক্তিযুদ্ধার কথা যার একটি হাত কেটে নিয়ে বলেছিলো বলবি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ?
মুক্তিযোদ্ধা চিৎকার করে বলেছিলো: জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তারপর তার আরেকটা হাত কেটে নিয়ে বলেছিলো বলবি এবার, জয় বাংলা জয় বঙ্গবঙ্গবন্ধু ? মুক্তিযুদ্ধা বলেছিলো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু—————-
তারপর তার দুটি পা কেটে নিয়ে বলেছিল হারামজাদা বলবি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ?
অতিরিক্ত রক্তক্ষরনের পর মৃত্যুর দিকে ধাবিত হতে হতে বারবার চিৎকার করে বলেছিল; জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখনেই আসে কি অনুভূতি, কি ভালবাসা, কি মমতা, কি আশার দিপ্ত আভা, এরই নাম বাংলাদেশ আওয়ামীলীগ।
অপরাধ বিজ্ঞান নামে একটা কথা আছে, একটি অধ্যায় আছে যাকে বলা হয় বাইবন কৃমিনাল অর্থাৎ অপরাধ করার জন্যেই যাদের জন্ম হইয়াছে। আজ বাংলাদেশ প্রেক্ষাপট ধরি এই দেশের রাজনীতিতে বিএনপি জামাত শিবির যে কাজ করেছে এবং প্রতারণা করেছে, অসত্য প্রতারণা মুলক মিথ্যা তথ্যের মাধ্যমে এই জাতিকে যে বিভ্রান্তী করছে এই ইতিহাস এই অসভ্যতা পৃথিবীর অন্যকোন পৃথিবীর দেশে পাওয়া যাবে না। যেমন সত্য ঠিক তেমনই করে আজ আওয়ামীলীগের মাঝেও অনেক অপশক্তি হাইব্রীড এবং কনভার্ট নামধারী আওয়ামীলীগ বলে মুখে ফেনা ও তৈলবাজি করে আওয়ামী লীগের অনুভূতি ও বঙ্গবন্ধুর নাম মুছে
ফেলার জন্য উঠে পরে লেগেছে তাই সাধু দরবেশ সাবধান ও হুসিয়ার। আমাদের সাহস, আমাদের অনুভূতি, আমাদের চেতনা, আমাদের শক্তি ৭১ !!
নতুন প্রযন্ম ও মুজিব আদর্শের সৈনিকেরা অতন্দ্র
পাহাড়ায় বসে আছে জাগ্রত সদা সর্বদা প্রস্তুত।
“অন্তহীন অনুপ্রেরণা, দিলরুবা তোমার নাম নয় সমাজ বদলের সাহসী সন্তান শুধু লক্ষ মুজিবের,
আমরা লাল-সবুজের নতুন পতাকা উড়াবো ‘
হত্যা চক্রান্ত ও ষরযন্ত্রের কালোমেঘ ছিন্ন করে বাঙালি জাতির জনকের সৈনিকরা এগিয়ে যাবে এবং দেখবে আলোর মুখ। বঙ্গবন্ধুর মুজিব আদর্শকে উজ্জ্বিবিত করে রাখতে সদা সর্বদা প্রস্তুত মুজিব আদর্শের সৈনিকেরা”।
“তাই যতকাল রবে আকাশ, বাতাশ, গ্রহ, তারা
ততকাল অনুভূতি অনুপ্রেরণা রবে লাল সবুজের মুজিবের বাংলায়। আর যতদিন রবে মোর দেহে প্রান, ততদিন গাইবো মোরা শেখ মুজিবের গান”
তোমরা যারা নওজোয়ান অনুভূতি জানায় তোমাদের সবার কাছে, উঠাও ঝড় বলো সবে সম সুরে দুর্নীতি মুক্ত সোনার বাংলা, রাজাকারমুক্ত স্বনির্ভরশীল সোনার বাংলা, বঙ্গবন্ধুর বাংলা আর বাঙালীর অনুভূতির বাংলাদেশ গড়বো।
বেলুচিস্তানের অন্যতম শ্রেষ্ঠ কবি মীর গুল খান নাসির (১৯১৪-১৯৮৩)। তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নিজ জনগোষ্ঠীর স্বাধীনতার পক্ষে কথা বলার কারণে এই বালুচ কবি পাকিস্তানি শাসকদের হাতে নানাভাবে নির্যাতিত হন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট, বাংলাদেশে একদল বিপথগামী সেনার হাতে,যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হন, তখন মীর গুল খান নাসির ছিলেন হায়দরাবাদের কেন্দ্রীয় কারাগারে বন্দী। কারাগারে বসে, বঙ্গবন্ধু হত্যার ১৪ দিন পর ২৯ আগস্ট তিনি এই কবিতাটি লেখেন।
বালুচ ভাষায় লেখা কবিতাটি ইংরেজিসহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়। এখানে ইংরেজি থেকে বাংলা ভাষান্তর প্রকাশ করা হলো:
(কবিতার বাংলা ভাষান্তর নিচে দেখুন।)
ভোর কোথায় চিৎকার, ক্রন্দন আর শশব্যস্ত আহ্বানের মাঝে উল্লাস করছে অন্ধ জনতা।
ওরা বলে, ‘এখন ভোর’, কিন্তু জীবনপানে তাকিয়ে
আমি দেখি রাত্রি, ঘোর অমানিশা।
লেখক পরিচিতঃ ইকবাল আহাম্মদ লিটন
সদস্য সচিব আয়ারল্যান্ড আওয়ামী লীগ ও প্রধান উপদেষ্টা সম্পাদক,দৈনিক অভিযোগ বার্তা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাটাইলে নিশিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

স্বপ্নপুরী হতে দিয়াপাড় আশ্রয়ন কেন্দ্র পর্যন্ত সরকারি রাস্তার বেহাল দশা, চরম দূর্ভোগে স্থানীয় বাসিন্দারা

লন্ডনে প্রকাশ্যে দেখা গেল আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপিদের

মানিকগঞ্জের মা ও মাটি গণমানুষের নেত্রী জেলা বিএনপির আহ্বায়ক-আফরোজা খানম রিতা।

গরুর বিভিন্ন পদের মধ্যে অন্যতম শাহী রেজালার রেসিপি

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, ড.ইউনূস-তারেক বৈঠকে সিদ্ধান্ত

আওয়ামী লীগের অনেক ভুল ছিল, আজকের অবস্থা ভুলেরই শাস্তি: আব্দুল হামিদ

ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে একান্ত বৈঠক শেষ

আজও থাকবে গরমের দাপট,ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সাবেক ভিপি নুরুল হক নুর নিজ এলাকায় অবরুদ্ধ,প্রশাসনের সহায়তায় মুক্ত

১০

বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ স্হানীয় আওয়ামী ৩লীগ নেতার বিরুদ্ধে

১১

মাজার থেকে যেতে চাইছেন না সমু চৌধুরী

১২

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত সাক্ষাৎ

১৩

২৪২ যাএী নিয়ে ভারতের এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত

১৪

ঘাটাইলে ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক টিক্কা গ্রেফতার

১৫

স্লিপ নম্বর থাকলেই ভোটার আইডি,মোবাইলেই করুন নিজের আইডি ডাউনলোড!

১৬

যুক্তরাজ্য সাবেক ভুমিমন্ত্রী সাইফুজ্জামানের সকল সম্পত্তি জব্দ করেছে

১৭

বিএনপি নেতার জানাযা শেষে ঈদ শুভেচ্ছা ও গণসংযোগ করলেন এ্যাডঃ এরশাদ আলম জর্জ

১৮

জামালপুরের মেলান্দহে হামলা পাড়া গ্রামে  ভাতিজার হাতে জেঠা খুন

১৯

ঝিটকা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকা লোকসান, হতাশাগ্রস্থ ভুক্তভোগী ব্যবসায়ীগণ

২০

Design & Developed by BD IT HOST