রেখা মনি, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশ সম্মিলিত সহযোগিতায় একটি মানবিক, স্বনির্ভর ও স্মার্ট বাংলাদেশের পথে যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, তার নির্মোহ অংশীদার হিসাবে কঠিন ও কঠোর পরিশ্রম করে যাচ্ছে সার্বক্ষণিক। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যে শুন্য সহনীয়তা নীতি তা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে পুলিশ।তারি ধারাবাহিকতায় ফুলবাড়ী থানা পুলিশ কর্তৃক গতরাত ১৯ এপ্রিল সন্ধার দিকে আনুমানিক ৭ টার দিকে ফুলবাড়ী কাশিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের অনন্তপুর(বুড়াটারী) গ্রামস্থ বাঁশঝাড়ের মধ্য হতে ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম।অপরদিকে কচাকাটা থানা পুলিশ একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ি গ্রামস্হ হাপাটারি সুইচ গেইট সংলগ্ন এলাকা থেকে কচাকাটা সরকারটারী এলাকার মাদক কারবারি রোস্তম আলী (৪০) ১০ বোতল অফিসার চয়েস মদসহ হাতেনাতে গ্রেফতার করে কচাকাটা থানার একটি চৌকস টিম।
কচাকাটা থানা ওই রাতে আরো এক অভিযানে একই দিনে ভূরুঙ্গামারী থানার নলেয়া এলাকার মাদক কারবারি সুরুজ আলী (২৫) কে ৪৬ পিস ইয়াবা উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে কচাকাটা থানার একটি চৌকস টিম।এছাড়াও অদ্য ২০ এপ্রিল কচাকাটা থানা পুলিশের আরও একটি অভিযানে কচাকাটা থানার কেদার ইউনিয়নের শোভারকুটি রোড়স্হ পশ্চিম খামার গ্রামস্হ আজির চেয়ারম্যানের মোড় এলাকা থেকে ভোর আনুমানিক ৪.৩০ মনিটের দিকে কচাকাটার পূর্ব কেদার এলাকার মাদক কারবারি বনি ইসলাম (২০) কে ০১ বোতল Magic Moment ৩৭৫ এমএল ও Kingfisher ৬৫০ এমএল বিদেশী মদ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে কচাকাটা থানা পুলিশ।
এদিকে ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে ১৯ এপ্রিল রাত আনুমানিক ২১.১৫ ঘটিকায় ভূরুঙ্গামারী থানাধীন ৬নং জয়মনিহাট ইউপিস্থ বড় খাটামারী এলাকার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী সাবানা খাতুন, এর বসতবাড়ির শয়নঘরের ভিতর থেকে ০৩ কেজি গাঁজা উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।