কুষ্টিয়ায় বাসের ধাক্কায় হানু শেখ (৬০) নামের এক রিক্সাচালক নিহত হয়েছেন। ১১ জানুয়ারি, বুধবার সকালে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের জুগিয়া পালপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিক্সাচালক জুগিয়া কলনি পাড়া এলাকার মৃত হোসেন শেখের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রিক্সাচালক হানু শেখ রিক্সা নিয়ে দাড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।