জামালপুর প্রতিনিধি : জামালপুরে দেশিয় অস্ত্র পাইপগান ও ৩০ গ্রাম হিরোইনসহ মেহেদী হাসান নিপুল (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত নিপুন সদর উপজেলার জামিরা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে জামালপুরের পুলিশ সুপার মো: নাছির উদ্দিন আহম্মেদ জানান, বুধবার দিবাগত রাত আড়াইটায় জামালপুর সদর উপজেলার গোপালপুরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ মেহেদী হাসান নিপুলকে গ্রেফতার করে। তার নামে জামালপুর সদর,ময়মনসিংহের ত্রিশাল ও গাজীপুরের শ্রীপুর থানায় ৫টি হত্যা মামলাসহ অপহরন ও চাঁদাবাজির অভিযোগে ৭টি মামলা রয়েছে। সে একজন পেশাদার কিলার। অপহরন ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এস আই তারিকুজ্জামান বাদি হয়ে জামালপুর সদর থানায় মেহেদী হাসান নিপুলকে আসামী করে অস্ত্র ও মাদকের পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST