আনোয়ার হোসাইন( সুনামগঞ্জ)
সুনামগঞ্জ ২ আসনের সাংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা কে কটুক্তি করায় সিলেট মহানগর তথ্য প্রযুক্তি লিগের সভাপতি এস এম শামিম কে গ্রেফতার করেছে পুলিশ জানা যায় গত ১১ ফেব্রুয়ারী এস এম শামিম তার ফেইসবুকে পোস্ট করেন কত বড় নির্লজ্জ সাদা কাপড়ে মোরানো একটা লাশ তার পর ও ক্ষমতা আখরিয়ে দরে রাখতে চাই মনে হয় যেন দিরাই শাল্লা তার বাব দাদার সম্পত্তি এই পোস্টের উপর ভিত্তি করে শাল্লা উপজেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু শাল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এস এম শামিম কে আসামি করে মামলা করেন আজ দুপুরে জানা যায় মামলা তদন্ত কর্মকর্তা এস আই আব্দুল আলিমের নেতৃত্বে একদল পুলিশ থাকে সিলেট থেকে গ্রেফতার করে গ্রেফতার কৃত এস এম শামিম (৫০) শাল্লা উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের বাসিন্দা ও তথ্য প্রযুক্তি লিগের সিলেট মহানগরীর সভাপতি