স্টাফ রিপোর্টার: একাত্তরের ২৫শে মার্চের কালো রাতে ঘুমন্ত বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় শহীদদের স্মরণে ও তাদের আত্মার শান্তি কামনায় দুর্গাপুরের দাওকান্দি সরকারি ডিগ্রী কলেজে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় কলেজ চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় কলেজের অধ্যক্ষ মো: মোজাম্মেল হক বলেন ১৯৭১-এ রাতের অন্ধকারে নিরীহ বাঙালির ওপর হায়েনার মতো হামলে পড়েছিল পাকস্তানি হানাদার বাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর রাস্তা আর অলি-গলিতে বাঙালির রক্তের হোলি খেলায় মেতে উঠেছিল হানাদারেরা দেশজুড়ে চালায় হত্যাযজ্ঞ।
‘এই রাতে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়।এর আগেই তিনি স্বাধীনতার ঘোষণা করেন। তার আহ্বানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাকে মুক্ত করে মানুষ।
তিনি বলেন, আজ আমরা সেই ভয়াল ২৫শে মার্চের কালো রাতে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করছি, যাদের তাজা রক্তের শপথ বীর বাঙালিকে অস্ত্র ধারণ করে স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত জীবন বাজি রেখে যুদ্ধ চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছিল।
তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে হলেও ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখব, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করব।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রভাষক ও কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।