অপরাধ

দোয়ারাবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে খুন, দাফন সম্পন্ন ।

  প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৩ , ৮:৪২:৫৯ প্রিন্ট সংস্করণ

দোয়ারাবাজার প্রতিনিধি::

দোয়ারাবাজার উপজেলায প্রতিপক্ষের ছুরিকাঘাতে তাজুদ আলী (৪৫) পান-সুপারি ব্যবসায়ী খুন করা হয়েছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালি বাজারে। তিনি মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালি গ্রামের আগন্দি মিয়ার পুত্র।

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3746755345041950" crossorigin="anonymous"></script> <!-- Horizontal 2 --> <ins class="adsbygoogle" style="display:block" data-ad-client="ca-pub-3746755345041950" data-ad-slot="9531539306" data-ad-format="auto" data-full-width-responsive="true"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১০ টায় কাটাখালি বাজারের কাপড় ব্যাবসায়ী একই ইউনিয়নের ইদনপুর গ্রামের মবশর আলীর পুত্র সেলিম আহমদ ও তাজুদ আলীর মধ্যে পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডা হয় এবং দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় সেলিম ও তার আপন বোনজামাই সুরমা ইউনিয়নের কদমতলি গ্রামের সোহেল মিয়া ও জুয়েল মিয়া ব্যবসায়ী তাজুদ আলীর উপর হামলে পড়ে এবং ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকলে তাজুদ আলী রক্তাক্ত জখমী হয়ে পড়েন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাজুদ আলীকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ী তাজুদ আলী মৃত্যুবরণ করেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার বিকেলে পোস্টমর্টেম শেষে নিহতের লাশ দাফন করা হয়েছে। নিহতের অসহায় পরিবারে চলছে এখন শোকের মাতম।

 

দোয়ারাবাজার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তাজুদ আলীকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST