হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ
নিউইয়র্ক প্রবাসী শিশু সাহিত্যিক ও লেখক মাহবুবুল আলমের মা এবং ১৯৭১-এর মুজিবনগর সরকারের উপ সচীব প্রয়াত ইয়াকুব শরীফের সহধরমিনি শামসুন নাহার বেগম গত বুধবার,১ মার্চ নিউইয়র্কে মৃত্যুবরন করেন ।খবর বাপসনিউজ।মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল (৯৪) বছর ।মরহুমার ৭ সন্তান নিউইয়র্কে এ বসবাস করেন ।মৃত্যুকালের তার পাশেই ছিলেন ।মরহুমার স্বামী ও সন্তানরা ১৯৬১-এ মুক্তিযোদেধ অংশনিয়েছেন । মরহুমার নামাজে জানাজা ২ মার্চ জামাইকা মুসলিম সেনটারে অনুষ্ঠাত হয়। ৩ মার্চ শুক্রবার লংআইল্যানডের ওয়াশিংটন মেমোরিয়াল সেনটারে দাফন করা হয় ।মরহুমার মৃত্যুতে তার সন্তানগন সবার কাছে দোয়া কামনা করেছেন । মরহুমার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশীগন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।