প্রচ্ছদ » অন্যান্য » পত্নীতলায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
পত্নীতলায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
প্রতিনিধি১০ জানুয়ারি ২০২৩ , ৬:৩২:৫৬প্রিন্ট
সংস্করণ
নওগাঁর পত্নীতলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে নজিপুর বাসস্ট্যান্ড এলকায় দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লতিফর রহমান শাহ এর সভাপতিত্বে পতাকা উত্তলন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্না ঝরনা, তথ্য বিষয়ক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ অরুন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান, পৌর আওয়ামীলীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, সহ সভাপতি গৌতম চন্দ্র দে, মহিলা লীগ নেত্রী সাবিনা আক্তার, যুব মহিলালীগ নেত্রী সালমা আক্তার সুমিসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।