প্রতিনিধি ১৬ মার্চ ২০২৩ , ৮:৪০:৫৫ প্রিন্ট সংস্করণ
মীর শাহাদাৎ, পাবনা প্রতিনিধি:
পাবনা জেলা পুলিশ সুপার আকবার আলী মুন্সীর নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বাধীন পাবনা জেলা গোয়েন্দা পুলিশ।
তারই অংশ হিসেবে ১৫ই মার্চ রাত ০৭ টা ৩০ মিনিটে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ মনারুল ইসলাম, এসআই(নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই(নিরস্ত্র) মোঃ আমিনুর রহমান সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় কাশিনাথপুর ইউনিয়নাধীন বাবুপাড়া গ্রামস্থ মোঃ শাহজাহান শেখ (৫৫), পিতাঃ মৃতঃ শুকুর শেখ এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের নিকট থেকে ৭৫পিচ ইয়াবা উদ্ধার পুর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো:-১। মোঃ শাহজাহান শেখ (৫৫), পিতাঃ মৃতঃ শুকুর শেখ, মাতাঃ মোছাঃ নুরজাহান বেগম, সাং-বাবুপাড়া, ২। মোঃ নাসির শেখ (৩২), পিতাঃ মৃতঃ আব্বাস শেখ, মাতাঃ মোছাঃ হালিমা খাতুন, সাং-মরিচপুরান, উভয় থানা-সাঁথিয়া, জেলাঃ পাবনা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১০(ক) ধারায় মামলা (মামলা নং-১৯ তারিখ ১৫/০৩/২০২৩ইং)রুজু পুর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, মাদক ব্যবসায়ী মোঃ শাহাজাহান শেখ এর বিরুদ্ধে ৪টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
Design & Developed by BD IT HOST