এ এস এম জুবায়ের হোসেন জুয়েল মন্ডল, রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী বাগমারার আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর নেতা আক্কাস আলী মাস্টারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার(২৫ নভেম্বর) রাত্রি ৮ টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের যাত্রাগাছি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷গ্রেফতারকৃত আক্কাস আলী দুলালীপাড়া গ্রামের মৃত আনিছার রহমানের ছেলে। তিনি কনোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী ৪(বাগমারা) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের সন্ত্রাসী ক্যাডার হিসেবে চিহ্নিত আক্কাস আলী মাস্টার। তার বিরুদ্ধে পুকুর ও জমি দখলসহ এলাকায় বিদ্যুতের খুঁটি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়াও তার ভয়ে অনেকেই এলাকায় থাকতে পারতেন না। গ্রামবাসী এখনো আক্কাস বাহিনীর আতঙ্কে বসবাস করছেন।
পুলিশ জানায়, উপজেলার দুলালী পাড়া এলাকায় পুকুর ও জমি দখল কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনার মামলা ও গত ৫ই আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় নাশকতা মামলার সন্দেহভাজন আসামী গ্রেফতারকৃত আক্কাস আলী।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার ওসি তৌহিদুর রহমান বলেন, নাশকতা ও দুলালীপাড়া এলাকার মারামারির ঘটনায় প্রধান আসামী আক্কাস আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার আদালতে পাঠানো হবে।