• ভিজিডি কার্ডে অনিয়ম করার প্রতিবাদে মানববন্ধন

      প্রতিনিধি ২ জুন ২০২৩ , ৯:১১:৪০ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক,

    সুনামগঞ্জের শাল্লা উপজেলার ১ নং আটগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার ভিজিডি কার্ডে অনিয়ম করার অভিযোগ পাওয়া গেছে।

    জানা যায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার নুরুল হল তার বোন এবং তার স্ত্রীর নামে ভিজিডি কারে ফেলেন এ নিয়ে শুরু হয় এলাকয় তুলপার আজ শুক্রবারে দুপুর ২ ঘটিকা সময় স্হানীয় বাজারে এ ওয়ার্ডের বাসিন্দারা এর প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে
    মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্য বলেন ৭ নং ওয়ার্ডের মেম্বার নুরুল হক শুধু ভিজিডি কার্ড নয় আর অনেক অনিয়ম করে
    সে এ কার্ড গুলো করতে মানুষেমানুষের কাছ থেকে ২০০০ করে টাকা নিয়েছে এবং তাদের কে বলেছে যদি কার কাছে বলে নাম কেটে দিবে
    বক্তারা আর বলেন সে বজারে নেসা জাতীয় পন্য সহ মদ বানানোর সকল মালামাল বিক্রি করে
    বক্তারা তাদের বক্তব্য বলেন মানববন্ধনের মাধ্যমে তারা প্রশাসনের সঠিক তদন্ত চায় এবং তার আলোকে ব্যবস্তা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানায়

    এতে উপস্থিত ছিলেন এলাকার সচেতন নাগরিক ও সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, মুজাহিদ মিয়া,জহির মিয়া,ইউসুফ মিয়া, রমজান আলী, ময়না মিয়া,এরশাদ মিয়া,আবুল মিয়া,এমরাজুল,আমিনুর,শুভ,মমস্তু মিয়া সহ এলাকার প্রায় 2 শতাদিক মনুষ।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST