জাতীয়

ভোলায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

  প্রতিনিধি ১ জুন ২০২৩ , ৭:৪৫:০৩ প্রিন্ট সংস্করণ

জামাল খান জেলা প্রতিনিধি।

টেকসই দুগ্ধ শিল্প’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ( ১০) টায় র‌্যালি ও আলোচনা সভা ও শিশুদের মাঝে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। সকালে ভোলা জেলা প্রসান কার্যলয়ের সামনে থেকে বর্নাঢ্য একটি র‌্যালী বের হয়ে প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে আবার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ করেন।

ভোলার বিভিন্ন দুগ্ধ খামারী ও সরকারি বিভিন্ন কর্মকর্তার অংশগ্রহণে অনুষ্ঠিত রেলী পরবর্তি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রিপন তুমার সাহা ও বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ এবং খামার ও ডেইরী ফার্মের নেতৃবিন্দ ও বিশেষ ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা সকলেই ভোলায় ভেজাল মুক্ত দুধ এবং মধ্যসত্ব ভোগিদের দৌরাত্ব রোধ ও ভোলায় একটি নির্দিষ্ট দুধ বাজার স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। উন্মুক্ত আলোচনা শেষে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাংকণ, কুইজ ও রচনা প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী এবং দুধ উৎপাদনে অসামান্য অবদান রাখার জন্য কয়েকজন খামারীর হাতে নগদ অর্থ পুরুস্কার ও সনদ তুলে দেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথি বৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রানী সম্পদ বিভাগের অতিরিক্ত জেলা কর্মকর্তা ডাঃ দেবাশিষ কুন্ডু,সদর অফিসার ডাঃ শাহিন মাহামুদ ও জেলা শিশু একাডেমি কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST