অপরাধ

মাদকগ্যাং- গডফাদার জসিম ও শাহাদাত গ্রেফতার

  প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৩ , ১২:২২:০৬ প্রিন্ট সংস্করণ

৫০ হাজার টাকার বিনিময়ে এক নারীকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে,এক ব্যক্তি নিজেই ফেঁসে গেছেন।বৃহস্পতিবার দুপুরে জাজিরা উপজেলার গোপালপুর ইউনিয়নে ফজুমাছাদ মাদবরের কান্দি এলাকার,লাইলি বেগমের বাড়ির সামনের তিনরাস্তার মোর থেকে শাহাদাত মাদবর (২৩) ও জসিম মাদবর (৪৫) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জাজিরা থানা পুলিশ। তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3746755345041950" crossorigin="anonymous"></script> <!-- Horizontal 2 --> <ins class="adsbygoogle" style="display:block" data-ad-client="ca-pub-3746755345041950" data-ad-slot="9531539306" data-ad-format="auto" data-full-width-responsive="true"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>

 

শরীয়তপুরের জাজিরায়,নিজ ফুফাতো বোন তানিয়া ( ২৩) পিতাঃ কেরামত আলী তার মায়ের বাড়ি বিক্রি করতে চায়, কিন্তু তাদের বাড়িতে পালিত – মামাতো ভাই শাহাদাত বিষয়টি মেনে নিতে পারে নি।মুলত শাহাদাত ও জসিম মাদবর এলাকায় কয়েক বছর যাবৎ মাদক ব্যাবসা ও সেবন করে আসছিলো, যে কারনে এদের চিন্তা চেতনা স্বাভাবিক ছিলোনা।তাই শাহাদাত ও তার দল বুদ্ধি করে ইয়াবা দিয়ে পথের কাটা সরাতে করে পরিকল্পনা।আর এরি ধারাবাহিকতায় সাজায় নাটক,কিন্তু বিধিবাম,ফেসে গেলো নিজেরাই।

 

বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা থানার এসআই জসিমের নেতৃত্বে ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করে।ঘটানাস্থলে টিমটি পৌছালে, শাহাদাত পুলিশের কাছে এসে ১০০ পিস ইয়াবা নিজ পকেট হতে দিয়ে বলে তানিয়া ও গিয়াসের ব্যাগ থেকে তারা উদ্ধার করেছে।বিষয়টি এস আই জসিমের সন্দেহ হলে তারা শাহাদাতকে চাপ প্রদান করে জিজ্ঞেসাবাদ করলে, তারা সাজানো ঘটনাটি স্বিকার করেন।সেই সাথে মাদক বিক্রির কথাও স্বিকার করেন।

 

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জসিমের নেতৃত্বে এএসআই বেলাল, এএসআই রফিকুল ইসলাম ও এএসআই সামাদ মোল্লা অভিযান পরিচালনা করে বড় গোপালপুর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।তাদের কাছ হতে আরো গোপন তথ্য পেতে আমরা পরবর্তীতে কোর্টের মাধ্যমে থানায় এনে জিজ্ঞেসাবাদে প্রার্থনা করবো।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST