এম এইচ হিবাতুল্লাহ্, জেলা প্রতিনিধি(জামালপুর)
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জননেতা মির্জা আজম এমপি’র বাবা বালিজুড়ী বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী সমাজসেবক ও দানবীর মরহুম মির্জা আবুল কাশেম এর ১২ তম মৃত্যু বার্ষিকি পালিত হয়েছে। বুধবার সকালে হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে পবিত্র কোরআন খতম করা হয়। দুপুরে মডেল মসজিদে মরহুম মির্জা আবুল কাশেম, মরহুম নুরুন্নাহার বেগম ও মরহুম মির্জা গোলাম মোস্তফা’র জান্নাতবাসী কামনায় এবং জননেতা মির্জা আজম এমপিসহ সকলের সু স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। এ সময় মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবিরসহ মরহুমের পরিবারের সদস্যগণ ও দলীয় নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লীয়ান উপস্থিত ছিলেন। দোয়া শেষে উপস্থিত সকলেই মধ্যাহ্নভোজে অংশনেন।