মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলাধীন সট্রি রাবেয়া খাতুন আর্দর্শ উচ্ব বিদ্যালয় এখনো হয়নি এমপিও ভুক্ত,দূর্ভোগে পড়েছে শিক্ষকও কর্মচারী এবং স্থানীয় ছাত্র-ছাত্রীবৃন্দ। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান দৈনিক এশিয়া বানীর মানিকগঞ্জ প্রতিনিধি ও দৈনিক অভিযোগ বার্তা ২৪.কম টিভির হরিরামপুর উপজেলা প্রতিনিধি এবং জিএসএন নিউজ. কম এর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ আলীকে জানায়,,এখানে প্রায় ১০ এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীরা প্রতিনিয়ত পড়া করছে, অত্র প্রতিষ্ঠানটি মাধ্যমিক পাঠদানের অনুমতি পেয়েছে ০১-০১-২০১৫ সালে,১৯৯৫ সালে স্থাপিত হয়েছে। ইতিপূর্বে বিদ্যালয়টি এমপিও ভুক্ত করার জন্য মন্ত্রনালয়ে কাগজপত্র পাঠানো হয়েছে। এখানেমোট ১৫ জন কর্মরত শিক্ষক ও রয়েছে।অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম আরো জানায়,আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষা মন্ত্রী ড.দিপু মনি এবং মানিকগঞ্জ -২ আসনের মাননীয় সাংসদ মমতাজ বেগম মহোদয়কে এলাকাবাসীর আপামরসাধারণ জোরালো দাবি একটাই আমাদের বিদ্যালয়কে শীগ্রই এমিওভুক্ত করা সহ সকল প্রকার সরকারী সুযোগ সুবিধা দেওয়া হোক ।